ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, দুপুরেও সূর্যের দেখা নেই

হাতীবান্ধা (লালমনিরহাট) থেকে স্বপন কুমার দে
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত লালমনিরহাটের হিমালয়ের নিকটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা। ছবি: ভোরের কাগজ
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে হিমালয়ের নিকটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাটও। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হতে থাকে। হিমেল বাতাসে দুই উপজেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী তীরবর্তী চরের হতদরিদ্র মানুষ পড়েছে বিপাকে। এদিকে হঠাৎ শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু-বৃদ্ধরা। পাশাপাশি তীব্র শীতে কাঁপছে গরু-ছাগলসহ প্রাণীকুল।
সন্ধ্যায় ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরে যাতায়াত করতে দেখা গেছে। উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশা ও শীতের কারণে কৃষক ও দিনমুজুর মানুষগুলো বিপাকে পড়েছেন।