সাগরে সুস্পষ্ট লঘুচাপ, যেসব অঞ্চলে বেশি বৃষ্টির পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

সাগরে সুস্পষ্ট লঘুচাপ। ছবি: সংগৃহীত
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়লেও বেশ কয়েক জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন, বৃষ্টিবলয় শীতলের কারণে উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। এ ছাড়া উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তিনি বলেন, বৃষ্টিবলয়ে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। আর উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরো জানান, বৃষ্টি শেষ হওয়ার পরে আগামী বুধবারের (২৫ ডিসেম্বর) পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। কোথাও কোথাও কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
আরো পড়ুন: দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস, বাড়বে শীতের তীব্রতা
আবহাওয়া অফিসের সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের প্রভাবে আগামীকাল (শুক্রবার ২০ ডিসেম্বর) দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃষ্টির পর থেকে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।