×

আবহাওয়া

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত পঞ্চগড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:০৭ এএম

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত পঞ্চগড়

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগব্যাধি। ছবি : সংগৃহীত

   

পাহাড় থেকে বয়ে আসা হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। পাহাড়ি ঠান্ডা বাতাসে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমে বাড়ছে শীতের অনুভব। মাঝরাত থেকে পড়তে শুরু করছে ঘন কুয়াশা।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

পঞ্চগড়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের মাঝামাঝি রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি। তবে দুদিন ধরে ঘন কুয়াশার পর সকালেই রোদের দেখা মিলেছে।

বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অঞ্চলটিতে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

শীতের প্রকোপে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বিশেষ করে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা দেয়।

আরো পড়ুন : সূর্যের দেখা নেই, শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ এবং গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। তেঁতুলিয়ার আশপাশের এলাকায় আবারও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই সপ্তাহে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

কুয়াশার কারণে ভোরবেলায় সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীত বাড়তে থাকায় বেড়ে গেছে শীতের কাপড় বিক্রিও। বিশেষ করে শিশুদের জন্য গরম কাপড় কিনছেন অভিভাবকরা। কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, শীতকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের। শীতের প্রস্তুতি হিসেবে দুয়েক মাসের আগে থেকেই কর্মব্যস্ততা বেড়ে যায় তাদের। এছাড়া ব্যবসায়ীরা তাদের দোকানে শীতের কাপড় আনতে শুরু করেছেন, বেড়েছে বিক্রিও।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App