×

বিশ্ববাণিজ্য

ফের বিটকয়েনের দাম ছাড়ালো ৭০ হাজার ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম

ফের বিটকয়েনের দাম ছাড়ালো ৭০ হাজার ডলার

ছবি : সংগৃহীত

   

গত এক বছরে বিটকয়েনের দাম ১০৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আবারো ৭০ হাজার ডলার ছাড়িয়েছে। ডিজিটাল মুদ্রা লেনদেন প্লাটফর্ম কয়েনবেসের তথ্য মতে, বাংলাদেশি সময় বেলা ১২টা পর্যন্ত প্রতিটি বিটকয়েনের দাম ছিল ৭১ হাজার ৮২ ডলার। ২০২৩ সালের শুরুতে বিটকয়েনের দাম ছিল ৪২ হাজার ২৪৮ ডলার, ফলে এই সময়ে বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ হাজার ডলার। 

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রথম স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) অনুমোদন দেয়। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে নতুন নতুন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিটকয়েনে পুঁজি বিনিয়োগ করতে শুরু করেছেন। 

ইটিএফ ঘোষণার পর বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে। তবে এসইসি এই অনুমোদন সহজভাবে দেয়নি। ২০১৩ সাল থেকে বিভিন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ইটিএফের মাধ্যমে বিটকয়েনের অনুমোদনের চেষ্টা করছিল। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বিটকয়েনের বাজার নিয়ন্ত্রণের অভাবের কারণে এতদিন অনুমোদন দেয়া হয়নি।

২০২৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের একটি আদালত নির্দেশ দেয় যে, এসইসি ভুল কারণ উল্লেখ করে গ্রেস্কেল ইনভেস্টমেন্টসের আবেদন প্রত্যাখ্যান করেছে। আদালত গ্রেস্কেলের পক্ষে রায় দিয়ে এসইসিকে তাদের আবেদন পুনর্বিবেচনা করতে বাধ্য করে। ২০২৩ সালে গ্রেস্কেলের পাশাপাশি আদালত এআরকে ইনভেস্টমেন্ট, ব্ল্যাকরক ও ফিডেলিটির আবেদনও অনুমোদন করে।

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) হল একটি বিনিয়োগের মাধ্যম, যা সহজেই স্টক মার্কেটে লেনদেন করা যায়। একটি নির্দিষ্ট স্টক, পণ্য বা সিকিউরিটিসের সরাসরি মালিকানার পরিবর্তে, বিনিয়োগকারীরা ইটিএফ কিনতে এবং ধরে রাখতে পারেন, যা সম্পদমূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করে। ইটিএফ বিটকয়েনের দাম পর্যবেক্ষণ করবে, ফলে যারা বিটকয়েনের দাম সম্পর্কে অনুমান করতে চান, তারা বিটকয়েনের মালিকানা ছাড়াই তা করতে পারবেন। বিটকয়েনের দাম সর্বোচ্চ ৭৩ হাজার ডলার ছাড়িয়েছিল। বিটকয়েন ২০০৮ সালে প্রথম বাজারে আসে, তখন এর দাম ছিল এক ডলারেরও নিচে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App