×

এশিয়া

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভের পর সোশ্যাল মিডিয়া অ্যাপসে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ এএম

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভের পর সোশ্যাল মিডিয়া অ্যাপসে নিষেধাজ্ঞা প্রত্যাহার

কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর অবশেষে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। খবর এনডিটিভি ওয়ার্ল্ড।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এক ঘোষণায় জানান, জরুরি মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার জেন জি প্রজন্মের দাবি মেনে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন আন্দোলনকারীদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা শান্ত হোন এবং বাড়ি ফিরে যান।

মন্ত্রী জানান, সোমবারের সহিংসতা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : নেপালে ‘জেন জি’দের বিক্ষোভে বলপ্রয়োগ, সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, গত বছর নেপালের সুপ্রিম কোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার ভিত্তিতে সরকার ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নিবন্ধন না করায় ৪ সেপ্টেম্বর থেকে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় দেশটির শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। জেন জি নামে পরিচিত এই প্রজন্ম নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে এবং গত রোববার থেকে আন্দোলন শুরু হয়। সোমবার তা রূপ নেয় ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে। কাঠমান্ডুর বাণেশ্বরসহ বিভিন্ন এলাকায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত ২০ জন এবং আহত হন শতাধিক।

বিক্ষোভের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। এদিকে, প্রধানমন্ত্রী অলি পদত্যাগের দাবিও উঠেছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী অলি বলেন, আমরা দেড় বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিবন্ধিত হওয়ার আহ্বান জানিয়েছি। এটি শুধু আইনি বিষয় নয়, জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদার সঙ্গেও জড়িত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App