×

এশিয়া

কম্বোডিয়ার বিমান হামলা চালালো থাইল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এএম

কম্বোডিয়ার বিমান হামলা চালালো থাইল্যান্ড

ছবি : সংগৃহীত

সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার জেরে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে পরিচালিত এ হামলার বিষয়টি উভয় দেশের সামরিক বাহিনীর বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএনের।

থাই সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি এক বিবৃতিতে জানান, কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় অবস্থিত সামরিক অস্ত্রাগারগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। তাঁর দাবি, আর্টিলারি ও মর্টার মজুত রাখা এসব অস্ত্রাগার কম্বোডীয় বাহিনী থাই সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করে আসছিল।

তিনি আরো বলেন, রোববার কম্বোডীয় বাহিনীর হামলায় থাইল্যান্ডের একজন সেনা নিহত এবং দু’জন আহত হন। তার প্রতিক্রিয়ায় ভোরে বিমান বাহিনী এই পাল্টা অভিযান চালায়।

অন্যদিকে কম্বোডীয় সেনাবাহিনীর আইএসপিআর এক পৃথক বিবৃতিতে জানায়, সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে তাদের সেনা স্থাপনা ও অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে থাই বাহিনী সীমান্ত এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে, এবং সোমবারের হামলাও সেই ধারাবাহিকতার অংশ।

বিমান হামলায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সি সা কেত প্রদেশের সীমান্ত এলাকায় থাই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনারা, এতে দু’জন থাই সেনা আহত হন। পরে পাল্টা জবাব দেয় থাই সেনাবাহিনী, যা প্রায় আধাঘণ্টা ধরে চলে।

সংঘাত থামার পরপরই কম্বোডিয়া সীমান্তবর্তী চার থাই প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি—থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় থাই সেনা ও সীমান্তরক্ষী বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সীমান্তঘেঁষা গ্রাম-শহরগুলোর প্রায় ৭০ শতাংশ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, এর কয়েক ঘণ্টা আগে জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় থাইল্যান্ড। অভিযোগে বলা হয়, কম্বোডিয়া গোপনে থাই ভূখণ্ডে বিস্তীর্ণ এলাকায় ল্যান্ডমাইন পেতেছে, যার বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। এ ঘটনার তদন্তে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল থাই সরকার।

সীমান্ত নিয়ে বিরোধের জেরে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাইয়ে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। পাঁচ দিন স্থায়ী ওই সংঘাতে ৩২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। দুই দেশের সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হন প্রায় দুই লাখ মানুষ।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় জুলাইয়ের শেষ সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে রোববারের সংঘাত ও আজকের বিমান হামলার ঘটনায় সেই যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কম্বোডিয়ার বিমান হামলা চালালো থাইল্যান্ড

কম্বোডিয়ার বিমান হামলা চালালো থাইল্যান্ড

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে মঙ্গলবার

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে মঙ্গলবার

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App