×

আওয়ামী লীগ

শেখ মুজিবের ভাস্কর্য ও শিশু পার্ক ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

শেখ মুজিবের ভাস্কর্য ও শিশু পার্ক ভাঙচুর

ছবি: সংগৃহীত

   

বরিশাল প্রেসক্লাবের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও সড়কের পাশে তার ভাগ্নের স্ত্রীর নামে নির্মিত শিশু পার্কটি দ্বিতীয় দফায় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে ভাঙচুর শুরু করে একদল লোক। তবে এ সময় নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেদ বলেন, মহাসড়ক দখল করে একটি শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। এতে যানবাহন চলাচলে ভোগান্তিসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এছাড়া এটি একটি ফ্যাসিবাদের চিহ্ন। দেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলতে ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এর আগে ৫ আগস্ট ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছিল। পরে ছাত্র-জনতা নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা লেকের পাশে বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী প্রয়াত সাহান আরা বেগমের নামে নির্মিত পার্কটি ভাঙচুর করে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মহাসড়কের উপর ওই পার্কটি নির্মাণ করেছিলেন। তবে এ ঘটনার আগেই পার্কটি ভেঙে ফেলার জন্য বরিশাল সড়ক বিভাগ দরপত্র আহ্বান করেছিল।

এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে প্রথমে নগরীর কালিবাড়ি সড়কে আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবন ‘সেরনিয়াবাত ভবন’ ভাঙচুর করা হয়। পরে রাত ২টার দিকে নগরীর বগুড়া সড়কে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ‘হোয়াইট হাউজ’ বুলডোজার দিয়ে দুটি বাসভবনের আংশিক এবং একটি টিনের ঘর গুঁড়িয়ে দেয়া হয়।

এ সময় বাসার ভেতর থেকে মালামাল বের করে অগ্নিসংযোগ করা হয়। তবে কিছু লোক মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্র-জনতা বাধা দেয়। রাত ৩টা পর্যন্ত ভাঙচুর চালায় ছাত্র-জনতা।

এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দুটি বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এ ঘটনার পর থেকে দুটি বাস ভবনে কেউ থাকতেন না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App