বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, কমেছে জিপিএ-৫

এম.কে. রানা, বরিশাল থেকে
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম

ছবি : ভোরের কাগজ
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগের ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ জন এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১৪৪টি কেন্দ্রে।
আরো পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৩৭ হাজার ৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কম। ২০২৪ সালে বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানান, ফলাফল প্রস্তুতে বাস্তব মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।