চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:১৮ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাঁকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতেই তিনি এই তথ্য দিয়েছেন। জরুরি ভিত্তিতে কিছু শারীরিক পরীক্ষা করা হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরো পড়ুন : দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। লিভার, কিডনি, হৃৎপিণ্ডসহ একাধিক জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে প্রায়ই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সর্বশেষ লন্ডন থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেশে ফেরেন তিনি।
বর্তমানে গুলশানের বাসভবনেই তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। প্রয়োজন অনুসারে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য।