×

বিএনপি

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

Icon

মারুফ সরকার, কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

ছবি : ভোরের কাগজ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল-এর উদ্যোগে শাহ আলী থানার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন এ কে আজাদ লেনিন এবং আয়োজন করেন ছাত্রদল শাহ আলী থানার সদস্য সচিব তানজিব আলামিন আহনাফ। সহযোগিতায় ছিল আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়।

পাপেল জানান, গত ৫ আগস্ট থেকে তিনি নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছেন। বিএনপি ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় উল্লেখ রয়েছে ‘সকলের জন্য স্বাস্থ্যসেবা’— সেই লক্ষ্যেই নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের জন্য এই ক্যাম্প চালু করা হয়েছে। প্রতিটি ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, ক্যাম্প শুরুর আগে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এ উদ্যোগের কথা জানানো হয়। তারেক রহমানের নির্দেশনায় জনগণের নাগরিক সেবার অংশ হিসেবে এই কার্যক্রম চলমান থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপেল বলেন, তারেক রহমান আমাদের আকাঙ্ক্ষার প্রতীক এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। স্বাধীনতার আগে ও পরে জিয়া পরিবার মানুষের কল্যাণে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সঠিক পথে দিকনির্দেশনা দিয়েছেন। পরে বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের আন্দোলন এগিয়ে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হলে তিনি দ্রুত দেশে ফিরবেন এবং জনগণ তাকে পাশে পেয়ে নতুন যাত্রা শুরু করবে। তার ভাষায়, “তারেক রহমান নতুন প্রজন্মের জন্য একজন বীর সৈনিক। তার নেতৃত্বেই বাংলাদেশ আবার সঠিক পথে এগিয়ে যাবে।”

এছাড়া তিনি উল্লেখ করেন, আমি এলাকায় উন্নয়ন ও অবকাঠামোগত কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাতে ঢাকার ১৪ আসনের জনগণ বাস্তব পরিবর্তন অনুভব করতে পারে।”

স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা উদ্বোধনের মাধ্যমে এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র, হানিফ মিয়া, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, বিএনপি নেতা কাজি লিটন, মো. তৌফিকুর রহমান চৌধুরী তুহিন, শাফায়েত রাব্বি আরাফাত, মো. শামীম মিয়া, দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো, শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শাহীন, ডা. চৌধুরী হাসানুল কায়েস, মনোয়ার হোসেন মনোয়ারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App