×

বলিউড

আরিয়ানের হাত ধরে এক ফ্রেমে শাহরুখ-সালমান-আমির!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

আরিয়ানের হাত ধরে এক ফ্রেমে শাহরুখ-সালমান-আমির!

আরিয়ানের উদ্যোগে অবশেষে একসঙ্গে আসছেন বলিউডের তিন খান। ছবি : সংগৃহীত

অবশেষে কি একসঙ্গে আসছেন বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমির? আরিয়ান খানের হাত ধরে কি পূর্ণ হতে চলেছে বহু দিনের প্রতীক্ষা? শনিবার সকালে সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল হতেই নতুন করে উসকে উঠেছে জল্পনা।

ছবিটি ক্যামেরার পিছন থেকে তোলা। দেখা যায়, একটি শুটিং সেটে প্রসাধনী ভ্যান রাখা রয়েছে। সেই ভ্যানের গায়ে স্পষ্ট লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। মুহূর্তেই প্রশ্ন জাগে, তবে কি সত্যিই এবার একসঙ্গে ধরা দেবেন তিন খান?

উত্তেজনায় ফেটে পড়েন নেটাগরিকরা। একজন লেখেন, অনেক দিনের স্বপ্ন, তিন খানকে একসঙ্গে দেখা। মনে হচ্ছে, অবশেষে তা সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?

আরো পড়ুন : আমির, শাহরুখ, সালমানের ছবিও ফিকে ‘সাইয়ারা’র প্রেমের ছোঁয়ায়

ইতোমধ্যেই গুঞ্জন জোরদার হয়েছে, আরিয়ান খানের পরিচালনায় তৈরি হতে চলা ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এই একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সালমান-আমিরকে। সিরিজের ঝলকেই দেখা গিয়েছে সালমানকে, শাহরুখও থাকছেন নিশ্চিতভাবে। তাই ভক্তদের বিশ্বাস, এবার আমিরও যোগ দিচ্ছেন তাঁদের সঙ্গে।

উল্লেখ্য, গত বছর এক সাক্ষাৎকারে আমির খান নিজেই জানিয়েছেন, তিন খানের একসঙ্গে কাজ করার ইচ্ছে বহুদিনের। তিনি বলেন, আমিই প্রথম শাহরুখ ও সালমানকে বলেছিলাম, আমরা তিন জন যদি একসঙ্গে একটা ছবি না করি, তবে খুব খারাপ হবে। ওঁরাও একমত হয়েছিলেন। আমাদের জন্য এটা সত্যিই দরকার। তবে এজন্য ভালো গল্প ও শক্তিশালী চিত্রনাট্য প্রয়োজন। আমরা সেই অপেক্ষাতেই আছি।

সব মিলিয়ে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে। সত্যিই কি আরিয়ানের হাত ধরে একসঙ্গে দেখা যাবে বলিউডের তিন মহারথীকে, নাকি এটি নিছকই কাকতালীয় সেটাই এখন সময়ের অপেক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৫৫

নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৫৫

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ববি হাজ্জাজকে দমানো যাবে না: ব্যারিস্টার শাহেদুল আজম

ববি হাজ্জাজকে দমানো যাবে না: ব্যারিস্টার শাহেদুল আজম

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ দিন

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App