আরিয়ানের সিরিজে অভিনয় করে আইনি বিপাকে রণবীর

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম

আরিয়ান খান ও রণবীর কাপূর। ছবি : সংগৃহীত
চর্চায় থাকা বলিউডের স্টারকিড শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘ব্যাড্স অফ বলিউড’ এবার জড়িয়ে পড়েছে আইনি জটিলতায়। সিরিজটিতে একাধিক তারকার ক্যামিয়ো রয়েছে। আর সেখানেই রণবীর কাপূরের একটি দৃশ্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।
দৃশ্যে দেখা যায়, রণবীর কাপূর ভেপিং (বিশেষ ধরনের ধূমপান) করছেন। এই দৃশ্যকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন আপত্তি জানিয়েছে। তাদের পক্ষ থেকে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে রণবীর, সিরিজের প্রযোজক এবং নেটফ্লিক্সকে অভিযুক্ত করা হয়েছে।
২০১৯ সালে ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়েছিল। তাই প্রশ্ন উঠছে, কীভাবে এই দৃশ্য ছাড়পত্র পেলো। তাছাড়া সাধারণত ধূমপানের দৃশ্য প্রচারে সতর্কীকরণ লেখা থাকে, কিন্তু এই দৃশ্যে তা ছিল না।
আরো পড়ুন : ধোঁয়াশা কাটছে না জুবিন গার্গের মৃত্যু নিয়ে, ভাইরাল নতুন ভিডিও
মানবাধিকার কমিশনের দাবি, এই ধরনের কনটেন্ট তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিনেতা ও প্রযোজকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখেছে তারা। একই সঙ্গে মুম্বাই পুলিশের কাছে রণবীর ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে রণবীর কাপূর জানিয়েছিলেন তিনি ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছেন। তাই এই দৃশ্য দেখে অনেক ভক্তই বিস্মিত হয়েছেন।
আরিয়ানের এই সিরিজে রণবীর কপূর ছাড়াও ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ, দিশা পটানি, অর্জুন কাপূর, রাজকুমার রাও, ইমরান হাশমি, আরশাদ ওয়ারসি-সহ আরো অনেকে। এমনকি সিরিজে নারকোটিক্স ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকেও ব্যঙ্গ করা হয়েছে বলে শোনা যাচ্ছে।