চুমুপ্রতি হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সাইফ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

সাইফ আলি খান। ছবি : সংগৃহীত
দীর্ঘ অভিনয়জীবনে সাইফ আলি খান একাধিক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। কখনও কারিনা কাপূর খানের সঙ্গে ‘কুর্বান’-এ, কখনও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রেস টু’-তে। যদিও সবটাই ছিল কেবল চিত্রনাট্যের খাতিরে।
তবে একসময় এমন পরিস্থিতিও এসেছিল, যখন শুধুমাত্র টাকার জন্য তাঁকে এক মহিলা প্রযোজককে চুমু খেতে হয়েছিল।
মাত্র ২২ বছর বয়সে অভিনেত্রী অমৃতা সিংহকে বিয়ে করেন সাইফ। তিন বছরের মধ্যেই, ২৫ বছর বয়সে বাবা হয়ে যান তিনি। হঠাৎ করেই সংসারের সব দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সংসার চালানো থেকে সন্তানের দায়িত্ব পালন সবই করতে হয় তাঁকে। ১৯৯৩ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন সাইফ।
আরো পড়ুন : সালমানের কুমারত্ব নিয়ে ভরা মঞ্চে টুইঙ্কলের খোঁচা
যদিও প্রথম ছবি সফল হয়, এরপর টানা ব্যর্থতার মুখোমুখি হন তিনি। একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে ভরাডুবি করায়, নায়ক নয়, দ্বিতীয় কিংবা তৃতীয় গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করতে বাধ্য হন।
সেই সময় টাকার জন্য তাঁকে এক মহিলা প্রযোজকের গালে চুমু খেতে হয়েছিল। প্রতি চুম্বনের বিনিময়ে নাকি দেওয়া হত ১০০০ টাকা।
এক সাক্ষাৎকারে সাইফ নিজেই জানিয়েছিলেন, ‘প্রযোজকের ইচ্ছেতেই আমাকে একটানা ১০ বার চুমু খেতে হয়েছিল। প্রতিবার ১০০০ টাকা করে দিতেন তিনি। অনেকে বলেছিল আমার ভাগ্য নাকি দারুণ। কিন্তু বিষয়টা আসলে তা নয়। আমি কখনও খুব বেশি প্রচারের আলো চাইনি।