×

বলিউড

আইসিইউতে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

আইসিইউতে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হলেও শনিবার (১ নভেম্বর) জানা গেছে, বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ধর্মেন্দ্র হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তার টিম জানিয়েছিল, এটি কেবল রুটিন চেকআপ এবং গুজবের কোনো ভিত্তি নেই। তারা জানায়, সম্ভবত কেউ হাসপাতালে তাকে দেখে গুজব ছড়িয়েছে, তিনি ঠিক আছেন।

তবে পরবর্তীতে হাসপাতালের এক কর্মী ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানিকে জানান, ধর্মেন্দ্রকে শ্বাসকষ্টের কারণে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। যদিও তার অবস্থা স্থিতিশীল এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

ভিকি লালওয়ানি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধর্মেন্দ্রর হাসপাতাল ভর্তি হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে এখন পর্যন্ত অভিনেতার ছাড়পত্র (ডিসচার্জ) নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জানা গেছে, তার দুই পুত্র সানি দেওল ও ববি দেওল নিজেদের কাজ স্থগিত রেখে বাবার পাশে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন আমিনুল হক

জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন আমিনুল হক

ব্রামা নির্বাচন নিয়ে যা বললেন ভোটার ও প্রার্থীরা

ব্রামা নির্বাচন নিয়ে যা বললেন ভোটার ও প্রার্থীরা

সালমান শাহ ভক্তদের মানববন্ধন কর্মসূচি

সালমান শাহ ভক্তদের মানববন্ধন কর্মসূচি

সালমান শাহকে নিয়ে যা বললেন রমনা থানার ওসি ফারুক

সালমান শাহকে নিয়ে যা বললেন রমনা থানার ওসি ফারুক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App