×

ক্যাম্পাস

মিথ্যা মামলায় রিমান্ডে সমন্বয়ক সোহেল, ভাইয়ের মুক্তিতে বোনের আকুতি

Icon

তানভীর ইবনে মোবারক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

মিথ্যা মামলায় রিমান্ডে সমন্বয়ক সোহেল, ভাইয়ের মুক্তিতে বোনের আকুতি

ছবি: ভোরের কাগজ

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়ককে ছেড়ে দিলেও ছাড়া পাননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমন্বয়ক আরিফ সোহেল। মিথ্যা মামলায় তাকে রিমান্ড দিয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়করা ও তার পরিবার।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২ টার পরে আরিফ সোহেলকে কোর্টে উঠাবেন বলে জানান আরিফ সোহেলের ছোট বোন উম্মে খায়ের ঈদি। তিনি বলেন, আমরা খবর পেয়েছি আজকে আরিফ ভাইকে কোর্টে উঠানো হবে। এজন্য আব্বু ও বড় ভাই ইতোমধ্যে কোর্টে গিয়েছেন। আর আমি বিশ্ববিদ্যালয়ের ৪-৫ জন শিক্ষকের সঙ্গে ডিবি কার্যালয়ে যাব। আমাদের দাবি জানাবো যেন পরবর্তীতে আরিফ ভাইকে আর রিমান্ডে দেয়া না হয়। ঈদি আরো বলেন, ভাইয়ার নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। তাকে যে মামলায় রিমান্ডে নেয়া হয়েছে এধরনের কোনো কর্মকাণ্ড করে নি ও করতে পারে না। কারণ আরিফ ভাই ওইদিন আমাদের সঙ্গে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন। 

এর আগে গত রবিবার (২৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবির সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর ৩৫ ঘন্টা নিখোঁজ ছিলেন তিনি। পরে ৩৬ ঘন্টা পরে তাকে কোর্টে উঠানো হলে আদালত তাকে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন আরিফ সোহেলের পরিবার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৮ তারিখে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের যে মামলা দেয়া হয়েছে সেটা কোনভাবেই সম্ভব না, কারণ আরিফ সোহেল ভাই ওইদিন সারাদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, যা বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ এ স্পষ্ট দেখা যায়।

আরো পড়ুন: আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আ.লীগ

সমন্বয়ক মেহরাব সিফাত বলেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক আরিফ ভাইকে ডিবি পরিচয় দিয়ে তুলে নেয়া হয়। ৩৬ ঘন্টা গুম থাকার পর আমরা পরদিন দেখিতে পাই তাকে আদালতে উঠানো হয় ও মিথ্যা মামলায় রিমান্ডে নেয়া হয়। অথচ ওইদিন তিনি আন্দোলন করেছেন জাহাঙ্গীরনগরে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহ-সমন্বয়ক যে আরিফ ভাইয়ের সঙ্গে জেলে ছিলেন, তিনি ভিডিও বার্তায় স্পষ্টভাবে জানান, আরিফ সোহেল তাদের কথায় আপোস না করায় তাকে এই শাস্তি দিয়েছে।

পাশাপাশি তিনি আরিফ সোহেলের বিরুদ্ধে দেয়া মামলাকে সরকারের ষড়যন্ত্রের কথা বলেন। তিনি জানান, আরিফ ভাই এমিন্যাস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করেছেন যার ফলে তাকে পরিকল্পিতভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। তিনি চক্রান্তের শিকার হয়েছেন, তিনি কোনো আপোস করেন নাই বিধায় নিরপরাধ হওয়ার পরেও তাকে শাস্তি দেয়া হয়। আমরা অতিদ্রুত আরিফ সোহেলের মুক্তি চাই। 

অন্যান্য সমন্বয়ককে ছেড়ে দেয়ার পরেও আরিফ ভাইকে কেনো ছেড়ে দেয় নি সেই বিষয়ে কথা বলেছেন আরিফ সোহেলের বোন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী উম্মে খায়ের ঈদি। তিনি বলেন, তাকে যখন ২৮ জুলাই ভোর ৩ টা ৫০ মিনিটে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তারপর তিনি গুম ছিলেন। আমরা পরে খবর পেয়েছি, তাকে ৩৬ ঘন্টা যে গুম করে রাখা হয়েছিল তখন তাকে কোনো খাবার দেয়া হয় নি। তাকে উপোস রেখে শারীরিক ও মানসিকভাবে টর্চার করা হয়েছিল এবং একটি সাদা কাগজে সাইন করিয়ে তার স্বীকারোক্তি নিতে চেয়েছিল। কিন্তু তিনি সেই কাগজে সাইন করতে রাজি হোন নি। তিনি কোনো ধরনের আপোস করেন নি, তিনি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেন নি তাই তাকে পরবর্তীতে রিমান্ডে দেয়া হয়। আমরা দেখেছি একটি ভিডিও বার্তায় আরিফ ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার হওয়া একজন বলেন, আরিফ ভাই জাতির উদ্দেশ্য যে বার্তা দিয়েছেন তা আমরা দেখেছি সেখানে তিনি স্পষ্টভাবে ম্যসেজ দিয়েছেন শহীদদের রক্তের সঙ্গে কোন আপোস চলবে না।

আরো পড়ুন: ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনে যেসব নির্দেশনা দিলেন বৈষম্যবিরোধী সমন্বয়করা

যে মামলায় আরিফ সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা মিথ্যা দাবি করে বলেন, আরিফ ভাইকে যে মামলায় রিমান্ডে নেয়া হয়েছে সেটি হচ্ছে, সেতু ভবনে আগুন অগ্নিসংযোগ যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। কেননা আমরা দেখেছি, আরিফ ভাই ওইদিন জাহাঙ্গীরনগরে আন্দোলনে ছিলেন। আমাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ, ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে যা আমরা কোর্টে পেশ করতে পারবো। আমরা এই ধরণের মিথ্যা মামলার নিন্দা জানাই ও সারাদেশে যে অন্যায়ভাবে এতগুলা প্রাণ কেড়ে নেয়া হলো তার বিচার চাই এবং শিক্ষার্থীদেরকে যেনো হয়রানি না করা হয় তার জোড় দাবি জানাই।

ভাইয়ের মুক্তির জন্য আকুতি জানিয়ে বলেন, আমার ভাই তো অন্যায় কিছু করে নি, তাহলে তাকে কেনো এভাবে আটকে রেখে রিমান্ড দেয়া হলো, নির্যাতন করা হলো। আমার ভাইকে মুক্তি দিন, সব শিক্ষার্থীকে মুক্তি দিন, প্রাণ নিয়ে খেলা বন্ধ করুন। আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিন। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App