শেখ হাসিনার পদত্যাগে জবিতে ছাত্র-শিক্ষকের বিজয় মিছিল

জবি প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১১:১০ পিএম

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সরকারের পতনের পর উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র-শিক্ষকরা।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় মিছিল করেন তারা। পরে ভাস্কর্য চত্বরে সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। আন্দোলনের সম্মুক্ষে শাখা ছাত্রদলের নেতারা ও বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা ছিলেন।
সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সামনে থেকে প্রক্টরিয়াল বডির সামনে নুর নবীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজকের বিজয়, জনসাধারণের বিজয়। সব পেশাজীবীদের বিজয়।
আরো পড়ুন: অন্য কোনো সরকার মানবো না: সমন্বয়ক নাহিদ
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, খুনী হাসিনার কোনো দোসর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারবে না। এ দেশেই খুনী হাসিনার বিচার হবে। আজ ওবায়দুল কাদের কোথায়?
বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, শেখ হাসিনা তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য সারাদেশকে জল্লাদখানা বানিয়ে ছিল। সে বিশ্বের যে প্রান্তেই থাকুক, তাকে এ দেশে এনে বিচার করতে হবে। আমি আজ ছাত্রদের কুর্নিশ করতে চাই। আমরা কোনো নাশকতা করবো না। আমরা দেশকে গড়ে তুলবো। আমরা দেশপ্রেমিক তার পরিচয় দিবো।
আনন্দ মিছিল শেষে তারা আগামীকাল (মঙ্গলবার ৬ আগস্ট) দুপুর দুইটায় ক্যাম্পাসে আবারো বিজয় মিছিল করবে জানিয়ে সমাবেশ শেষ করেন তারা।