কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট ই-মেইলের মাধ্যমে তারা পদত্যাগপত্র প্রেরণ করেন।
উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।’
আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, যা জানালেন উপদেষ্টা
প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেন।
অপরদিকে উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’
তবে তাদের বিরুদ্ধে কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপসহ পাহাড় সমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এর আগে গতকাল রবিবার (১১ আগস্ট) বিকেলে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একই দিন দুপুরে তাদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরাও ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন। মিছিলটি খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে শেষ হয়।