×

ক্যাম্পাস

বন্যাদুর্গত এলাকায় ১২ হাজারের বেশি চিকিৎসা সেবাদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৯:২২ পিএম

বন্যাদুর্গত এলাকায় ১২ হাজারের বেশি চিকিৎসা সেবাদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে বলে জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা

   

দেশে দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যাকবলিত জেলাগুলোতে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ করে দুর্গম এলাকায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতোমধ্যে বন্যার্ত ১২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে বলে জানান সমন্বয়করা। গতকাল (বৃহস্পতিবার ২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া উইংয়ের সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এছাড়াও শুক্রবার (৩০ আগস্ট) পাঠানো আরেক বিবৃতিতে জানানো হয়, গত ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এই চারদিনে ফেনীতে ভ্রাম্যমাণ ফিল্ড হাসপাতালে নয় হাজার ২০৭ জন সেবাপ্রার্থী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিশেষজ্ঞ ডাক্তার, প্যারা মেডিকস, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকায় প্রেরণ করা হয়। 

বন্যাদুর্গত অঞ্চলে ডাক্তারদের টিম প্রেরণের পূর্বে গত ২৪ আগস্ট প্রায় দুই শতাধিক ডাক্তার, প্যারা মেডিকস এবং নার্সের উপস্থিতিতে একটি জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে দ্রুত পৌঁছানো যায় এমন জায়গায় ফিল্ড হসপিটাল স্থাপন করা হবে। 

আরো পড়ুন: ভিসিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে যার স্বাক্ষরে

পরে গত ২৫ আগস্ট বিশেষজ্ঞ চিকিৎসকের ৩০ সদস্যের একটি দল ফেনীর ফালাহিয়া মাদ্রাসায় প্রথম ফিল্ড হসপিটাল স্থাপন করে সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ভ্রাম্যমাণ টিম নিয়ে দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করে। এসময় ফেনীতে প্রায় ২৬টি আলাদা স্থানে বিভিন্ন উপদলে ভাগ হয়ে মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

এছাড়াও গত ২৬ আগষ্ট ৫২ সদস্যের দুটি টিম কুমিল্লা এবং নোয়াখালীর বন্যা দুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়। ফেনীর মত এই ২টি জেলায় ফিল্ড হাসপাতাল তৈরির কথা থাকলেও প্রশাসনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি তবে ভ্রাম্যমাণ টিম বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার কাজ করে। নোয়াখালীতে ১০টি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং-এ বিভিন্ন স্থানে ক্যাম্পেইনিং করে। এই প্রক্রিয়ায় প্রায় ১২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ সেবা দেয়া হয়।

এছাড়াও গত ২৮ আগস্ট ২২ সদস্যের একটি টিমকে লক্ষ্মীপুর ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি আরেকটি টিমকে খাগড়াছড়িতে পাঠানো হবে বলে জানানো হয়।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App