×

ক্যাম্পাস

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Icon

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পিএম

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ছবি : ভোরের কাগজ

   

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভে শিক্ষার্থীদের 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করো, করতে হবে’, ‘অন্যায় মব জাস্টিস বন্ধ করো, করতে হবে’, ‘ছাত্র সমাজের অঙ্গিকার রুখতে হবে অনাচার’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, 'শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না'সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষকে যেভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও যত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি দোষীরা যেই হোক অতিদ্রুত এসব হত্যাকাণ্ডের বিচার করতে জবে। এমন বিচার করা হোক যেন আগামীতে কেউ এমন কাজ কর‍তে না পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, আমরা বৈষম্যবিরোধী ও নির্যাতনমুক্ত একটি দেশ গড়ার জন্য আন্দোলন করেছি। আবারো দেশে পূর্বের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নৈরাজ্য মানা যাবে না। সমাজের বৈষম্য যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন আমাদের আন্দোলন চলবেই। মব জাস্টিসের নামে কোনো অবিচার চলবে না।

আরো পড়ুন : ঢাবির হলে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ছাত্রদলের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App