×

ক্যাম্পাস

ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের মহাসড়ক অবরোধ

Icon

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের মহাসড়ক অবরোধ

ছবি : ভোরের কাগজ

   

উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ২য় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে রাস্তার দুইদিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এর আগে বেলা ১১টার দিকে বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে যায় শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধ করে তারা 'সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে', 'ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়', 'সংস্কারমনা ভিসি চাই' 'দুর্নীতিমুক্ত ভিসি চাই', 'সেশনজটর কবর চাই' সহ বিভিন্ন স্লোগান দেন। এমনকি অবিলম্বে উপাচার্য নিয়োগ দেয়া না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা ক্লাসে ফিরতে পারিনি। উপাচার্য নিয়োগের জন্য কর্মসূচি পালন করেও আশার আলো পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তা ব্লক করেছি। শুক্রবার যে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয়েছে, সে সময়ের মাঝে উপাচার্য নিয়োগ দেয়া না হলে রাস্তা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে।

আরো পড়ুন : তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের দাবি একটাই, দ্রুত একজন যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ ও একাডেমিশিয়ান উপাচার্য নিয়োগ দিতে হবে। কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বস্তবায়নকারীকে আমরা উপাচার্য হিসেবে চাই না। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন সংস্কারমনা উপাচার্য চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, অতি স্বল্প সময়ে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। যে উপাচার্য নিয়োগ দেয়া হবে তাকে সংস্কারমনা হতে হবে। যিনি শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দিবেন। যে উপাচার্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিরোধিতা করবে অথবা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ উপাচার্য হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। যোগ্য উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। 

প্রসঙ্গত, এর আগে গত ১৪ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। কিন্তু তাতে কোনো ফল না পেলে তারা গত শুক্রবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকালে কোনো দুর্নীতিবাজকে উপাচার্য নিয়োগ দিলে তাকে প্রতিহতের কড়া হুঁশিয়ারি দেয়া হয়। এছাড়াও উপাচার্য নিয়োগে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App