পদত্যাগ করলেন জবি ট্রেজারার হুমায়ুন কবির

জবি প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

জবি ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী। ছবি: ভোরের কাগজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সত্য। তিনি পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রের কপিতে ট্রেজারার ড. হুমায়ুন কবির চৌধুরী উল্লেখ করেন, ২০২৩ সালের ৫ ডিসেম্বর হতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত ১১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করার পর থেকে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় নিয়মিত ক্লাস-পরীক্ষা চলমান রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ হতে পদত্যাগ করলাম।
এর আগে, গত বছরের ৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রেজারার হিসেবে নিয়োগ পান ড. হুমায়ুন কবির চৌধুরী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। উপাচার্য নিয়োগের পর তাকে পদত্যাগের জন্য চাপ দেয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এর আগে সরকার পতনের পরপরই পদত্যাগ করেন উপাচার্য ড. সাদেকা হালিম।
আরো পড়ুন: আমি যোগদানের পর অফিস টাইমে সবাই হাজির: জবি উপাচার্য