এবার প্রকাশ্যে এলো রাবি ছাত্রশিবির সভাপতির পরিচয়

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির নাম প্রকাশ্যে এসেছে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছেন গোপনে থাকা দলটির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির নাম আব্দুল মোহাইমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে বার্তা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় প্রকাশ করেন সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া অন্যতম সমন্বয়ক আবু সাদিক কায়েম। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
আরো পড়ুন : ঢাবিতে ছাত্রশিবির আগে থেকেই ছিল, গোপনে চলে সাংগঠনিক কার্যক্রম