গজলডোবা বাঁধ খুলে দেয়ার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

ছবি: ভোরের কাগজ
ভারত সরকারের উত্তরবঙ্গে গজলডোবা বাঁধ খুলে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবণতি হওয়ায় রফিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলের সময় শিক্ষার্থীরা বলেন, 'দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা,' 'উত্তরবঙ্গ ডুবল কেন, জবাব চাই, জবাব দে,' 'খুনি মুদির বিচার চাই'সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে,
বিক্ষোভ মিছিলটি রফিক ভবন থেকে পদযাত্রা করে কলা ভবন, সাইন্স ফ্যাকালিটি হয়ে রফিক ভবনে এসে শেষ করে।
আরো পড়ুন: জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী ‘রিমেম্বারিং জুলাই ২৪’ প্রতিযোগিতা
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ভারত বিভিন্ন জায়গায় অনিয়ম করে বাঁধ প্রদান করছে যা আমাদের সঙ্গে বৈষম্যমূলক ব্যবহার। তাদের যখন খুশি বাঁধ বন্ধ-চালু করতেছে। যার ফলে আমাদের দেশে হঠাৎ করেই বন্যার সৃষ্টি হচ্ছে। আমরা চাই ভারতের সঙ্গে বাংলাদেশের সব আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে। এছাড়াও তারা বলেন, আমরা দক্ষিণবঙ্গের বন্যা যেভাবে মোকাবেলা করেছি, একই ভাবে উত্তর বঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবেলা করব। এই জন্য আমাদের সবাইকে আবার এক হতে হবে।
এ বিষয়ে পদার্থবিজ্ঞানের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আমরা আমাদের শহীদ ভাইদের রক্ত ব্যর্থ হতে দিব না। দেশের এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী ভারত সরকার। মোদি সরকারের কালো হাত দেশের ছাত্র সমাজ গুড়িয়ে দিবে। এবং মোদির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে। বার বার বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। আমরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ সব সময় প্রস্তুত আছি।
উল্লেখ্য, গত রবিবার ভারত সরকার গজলডোবা বাঁধ খুলে দেয়ায় উত্তরবঙ্গের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। তিস্তা নদীতে পানি বিপদ সীমা অতিক্রম করেছে।