×

ক্যাম্পাস

নির্যাতিত নারী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম

নির্যাতিত নারী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

   

শিক্ষা অধিকার সংসদ কর্তৃক আয়োজিত ‘ক্যাম্পাসে নির্যাতিত ছাত্রীদের জবানবন্দি ও বৈষম্যহীন শিক্ষাঙ্গণ গড়ার দায়’ শীর্ষক আলোচনা সভায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। 

২৬ অক্টোবর (শনিবার) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৯টায় আলোচনা সভা শুরু হতে না হতেই মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ শুরুতে এটিকে বিদ্যুৎ বিভ্রাট ভাবা হলেও খোঁজ নিয়ে জানা যায় বিকাল ৪ টার আগে মিলবে না বিদ্যুৎ কারণ একই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ভবনে বিদ্যুৎ লাইন মেরামতের জন্য সংযোগ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।

এমন অবস্থায় বিব্রতকর অবস্থায় পড়েন সভায় আগত সাংবাদিক, শিক্ষার্থী এবং বক্তারা। এক পর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও আয়োজকরা বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজে আগত কর্মীদের সংযোগ পুনঃস্থাপনের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অফিসে অবহিত করা হলেও কেন এমনটি হল তা কেউ কোন সদুত্তর দিতে পারেন নি। 

অনুষ্ঠানে আগত ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আমিন আসাদ বলেন, এই সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত নারী শিক্ষার্থীরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসকদের হাতে কীভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন তার বর্ণনা দিবেন। তাঁদের কথা শুনতেই আমরা এসেছি। কিন্তু এসে দেখলাম শুধু এই ভবন এবং তার আশে পাশের কয়েকটি ভবনেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, বিষয়টি মোটেই স্বাভাবিক নয়। আমরা জানি এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন স্থানে আওয়ামী সরকারের সুবিধাভোগীরা বসে আছে। তারা হয়তো চান না এমন কোন সভা হোক। ঘটনাটির অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো শাহনেওয়াজ খান চন্দন বলেন, প্রায় দেড় ঘণ্টা পর, কলা অনুষদের ডিন মহোদয়ের হস্তক্ষেপে আমরা বিদ্যুৎ সংযোগ ফিরে পাই এবং আমাদের সভা শুরু করতে সক্ষম হই।

তিনি আরো বলেন, আমরা জানি না কেন এমনটি হয়েছে। এ ধরনের সমন্বয়হীনতার জন্য আমাদের সভায় আগত সবাইকেই অনেক কষ্টকর ও বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে।

বিষয়টি নিয়ে কলা অনুষদের ডিন প্রফেসর ড সিদ্দিকুর রহমান খান বলেন, আমি দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে বলেছি এবং কেন এমনটি হয়েছে তা আমি সরেজমিনে দেখতে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App