জবির শেরপুর ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল, সেক্রেটারী নাইম

জবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাইমুর রহমান দায়িত্ব পেয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) শেরপুর জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টামন্ডলী ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আংশিক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিয়ষটি নিশ্চিত করা হয়।
এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- মোকাদ্দেসুর রহমান লিমন, ফাহিম ফয়সাল, সোহানুর রহমান সানি, আলিফ আকাশ ও সানজিদা আক্তার শান্তা। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- বিশাল নন্দি, তানজিমুল রিফাত, মাহমুদুল হাসান, রাফসান ওয়াহিদ রিকুব, নাইমা রহমান লামিয়া।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- রাকিবুল হাসান রানা, দপ্তর সম্পাদক আবদুর রশিদ, অর্থ সম্পাদক শাহরিয়ার আরিফ রাকিব, প্রচার সম্পাদক জুবায়ের হাসান শান্ত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।
আরো পড়ুন: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান ও আবু সাঈদের গল্প, বাদ শেখ হাসিনার ছবি