×

ক্যাম্পাস

ঢাবি শিক্ষক শিশির ভট্টাচার্যের শাস্তির দাবিতে বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

ঢাবি শিক্ষক শিশির ভট্টাচার্যের শাস্তির দাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

   

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) হিজরত নিয়ে মানহানীকর পোস্ট করায় ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্যের শিক্ষক পদ বাতিল ও তার সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে একদল শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সোয়া চারটায় রাজু ভাস্কর্যের পাদদেশে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ১১ ডিসেম্বর রাতে ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের হিন্দুত্ববাদী শিক্ষক শিশির ভট্টাচার্য তার ফেসবুক পেজে আমাদের প্রাণপ্রিয় নবীজি উনার ঐতিহাসিক হিজরত নিয়ে জঘন্যতম কটূক্তি করে। এর আগে গত ২৩ অক্টোবর তারিখে সে একই বিষয় নিয়ে কটূক্তি করে। 

এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলাম ও নবীজীর (সা.) বিরুদ্ধে কটূক্তি করা রাষ্ট্রদ্রোহের শামিল। কাজেই রাষ্ট্রের উচিত এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অতি দ্রুত অধ্যাপক শিশির ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে দুটি দাবি জানানো হয়। এগুলো হলো- শিশির ভট্টাচার্যের শিক্ষকত্ব বাতিল করে ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; সংবিধানের মধ্যে হুজুর পাক উনার বিষয়টি সর্বাগ্রে, সর্বোচ্চ মর্যাদায়, সবার উপরে রাখতে হবে এবং উনার আদর্শ কেন্দ্রিক সংবিধান সংস্কার করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App