মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

নিহত যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন। ছবি : ভোরের কাগজ
মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রিপন মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
আরো পড়ুন : ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
গত ৮ সেপ্টেম্বর মীরসরাইয়ে বিশেষ জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরতর আহত হলে প্রথমে রিপনকে চট্টগ্রাম নগরের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। ৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রিপন ইন্তেকাল করেন। বাদ আসর উপজেলার কাজির তালুক, সমিতির হাট মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।