ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি অর্জন করলেন বিসিসিএমইএ সভাপতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:২৩ এএম

বিসিসিএমইএ সভাপতি আতিকুর রহমানের হাতে বিশেষ স্বীকৃতি স্মারক তুলে দিচ্ছেন সেনাপ্রধান। ছবি : ভোরের কাগজ
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন লিডারশিপ কোর্স ২০২৫/২’ সফলভাবে সম্পন্ন করে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন বিসিসিএমইএ-এর সভাপতি এবং আটাবের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান। একইসঙ্গে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) লিয়াজোঁ ও মিডিয়া কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
গত ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে এই মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহব্যাপী এ কোর্সে দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিক্ষা ও বাস্তবভিত্তিক অনুশীলন করেন।
আরো পড়ুন : ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান
এতে অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, আইনজ্ঞ, কর্পোরেট নির্বাহী ও গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিরা। প্রশিক্ষণকালীন তারা বিভিন্ন কেস স্টাডি, যৌথ বিশ্লেষণ ও সিমুলেশন চর্চার মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল শিখেছেন।
৩১ জুলাই আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
তারা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরিবর্তনশীল বিশ্ব রাজনীতি, জলবায়ু ঝুঁকি ও উদীয়মান জাতীয় সংকট মোকাবিলায় এই প্রশিক্ষণ কার্যকর ও সময়োপযোগী নেতৃত্ব গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।
একজন সফল বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে আতিকুর রহমানের এই অর্জন তার সুদূরপ্রসারী কৌশলগত চিন্তাভাবনা ও দেশের টেকসই উন্নয়নের প্রতি তার দায়বদ্ধতাকে নতুন উচ্চতায় তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।