×

করপোরেট সংবাদ

ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি অর্জন করলেন বিসিসিএমইএ সভাপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:২৩ এএম

ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি অর্জন করলেন বিসিসিএমইএ সভাপতি

বিসিসিএমইএ সভাপতি আতিকুর রহমানের হাতে বিশেষ স্বীকৃতি স্মারক তুলে দিচ্ছেন সেনাপ্রধান। ছবি : ভোরের কাগজ

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন লিডারশিপ কোর্স ২০২৫/২’ সফলভাবে সম্পন্ন করে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন বিসিসিএমইএ-এর সভাপতি এবং আটাবের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান। একইসঙ্গে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) লিয়াজোঁ ও মিডিয়া কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

গত ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে এই মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহব্যাপী এ কোর্সে দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিক্ষা ও বাস্তবভিত্তিক অনুশীলন করেন।

আরো পড়ুন : ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান

এতে অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, আইনজ্ঞ, কর্পোরেট নির্বাহী ও গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিরা। প্রশিক্ষণকালীন তারা বিভিন্ন কেস স্টাডি, যৌথ বিশ্লেষণ ও সিমুলেশন চর্চার মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল শিখেছেন।

৩১ জুলাই আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

তারা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরিবর্তনশীল বিশ্ব রাজনীতি, জলবায়ু ঝুঁকি ও উদীয়মান জাতীয় সংকট মোকাবিলায় এই প্রশিক্ষণ কার্যকর ও সময়োপযোগী নেতৃত্ব গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।

একজন সফল বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে আতিকুর রহমানের এই অর্জন তার সুদূরপ্রসারী কৌশলগত চিন্তাভাবনা ও দেশের টেকসই উন্নয়নের প্রতি তার দায়বদ্ধতাকে নতুন উচ্চতায় তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ আগস্ট, একনজরে সারাদিন

২৩ আগস্ট, একনজরে সারাদিন

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে নারী প্রার্থীরা

ডাকসু নির্বাচনে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে নারী প্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App