×

ক্রিকেট

দুই 'রহস্যময় প্রতিপক্ষের' গ্রুপে বাংলাদেশের যাত্রা কতটা কঠিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

দুই 'রহস্যময় প্রতিপক্ষের' গ্রুপে বাংলাদেশের যাত্রা কতটা কঠিন

ছবি : সংগৃহীত

ভারতীয় সাবেক ক্রিকেটার ও উপস্থাপক আকাশ চোপড়া মনে করছেন, ২০২৫ এশিয়া কাপ টি-২০ আসরে বাংলাদেশের জন্য পরের রাউন্ডে ওঠা কঠিন হয়ে উঠতে পারে।

বাংলাদেশ ক্রিকেট দল তাদের সর্বশেষ তিনটি টি-২০ সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে। তারপরও চোপড়ার মতে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে।

এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এই চার দলের মধ্যে দুটি দল পরের রাউন্ডে যাবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে রহস্যময় প্রতিপক্ষ বলছেন বিশেষজ্ঞরা, কারণ তারা পূর্বের ফর্ম বা ফলাফলের ওপর নির্ভর করে পূর্বানুমান করা যায় না।

চোপড়া মনে করছেন, বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান দল হলেও কিছু দুর্বলতা আছে। বিশেষ করে লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং খুব কম ব্যাটারদের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৪০-এর বেশি। এই কারণে দল শুরুতে ২০০ রানের লক্ষ্য পূরণ বা তাড়া করতে কিছুটা পিছিয়ে থাকবে। তাই তিনি মনে করছেন, বাংলাদেশ এই টুর্নামেন্টে বোলিং নির্ভর দল হিসেবে খেলবে।

আরো পড়ুন : কেমন হলো এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড

আকাশ চোপড়া বলেন, ওরা এমন এক দল যারা আগে বল করবে, প্রতিপক্ষকে ১৬০ বা এর কাছাকাছি স্কোরে আটকে দেওয়ার চেষ্টা করবে। বোলিং লাইন আপ ভালো, বিশেষ করে পেস বোলিংয়ে, আর স্পিনেও বৈচিত্র্য আছে, তবে উইকেট পাওয়া কিছুটা কম।

বাংলাদেশ ক্রিকেটের একজন নিবেদিত অনুসারী উদয় সিনা মনে করেন, বাংলাদেশের টি-২০ ক্রিকেট কখনোই পুরোপুরি আশাব্যঞ্জক ছিল না। তিনি মনে করছেন, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচগুলো প্রায় ৫০-৫০।

ক্রীড়া সাংবাদিক মাঝহারুল ইসলামও মনে করছেন, বাংলাদেশ দল মোমেন্টাম নির্ভর। তবে তিনি আশাবাদী দল নিয়ে, যদিও আফগানিস্তানের শক্তিশালী স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা অতীতে ধুঁকেছে।

শ্রীলঙ্কা এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী, তাই বাংলাদেশকে গ্রুপের ক্ষেত্রে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে। উদয় সিনা উল্লেখ করেন, উইকেটের ধরনও বাংলাদেশকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, ধীর উইকেট হলে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ বেশি, তবে আফগানিস্তানের বিপক্ষে সেই সুবিধা পাওয়া যাবে না।

এছাড়া বাংলাদেশের ইতিহাসে হংকং-এর বিপক্ষে হারের স্মৃতি রয়েছে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশ হংকং-এর কাছে হেরে গিয়েছিল।

সারসংক্ষেপে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো রহস্যময় ও শক্তিশালী প্রতিপক্ষের কারণে বাংলাদেশের গ্রুপ স্টেজ সহজ হবে না। তবে তরুণ প্রতিভা ও বোলিং শক্তি কিছু আশা রাখছে বাংলাদেশের ভক্তদের জন্য।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনে ইইউ–মার্কিন বৈঠক

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনে ইইউ–মার্কিন বৈঠক

জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App