৯ বছর পর মুখোমুখি ভারত-আমিরাত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

৯ বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত-আরব আমিরাত। ছবি: সংগৃহীত
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন ভারত তিনবার রানার্সআপ হয়েছে। বিপরীতে, মাত্র চতুর্থবারের মতো টুর্নামেন্টে খেলছে আমিরাত, যাদের সেরা অর্জন পঞ্চম স্থান। তাই ম্যাচটি অনেকেই অসম লড়াই হিসেবেই দেখছেন।
তবে অঘটনের আশা ছাড়ছেন না আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে যেকোনো দলকে হারানো সম্ভব। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারত কিংবা পাকিস্তানকেও হারিয়ে আমরা চমক দেখাতে পারব।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও আমিরাত এতদিন একবারই মুখোমুখি হয়েছে। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে সেই ম্যাচে ভারত সহজ জয় পেয়েছিল ৯ উইকেটে।
উল্লেখ্য, এশিয়া কাপের প্রথম ১৬ আসরের মধ্যে ১৪টিই অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে ফরম্যাটে। সর্বশেষ ২০২৩ আসরে শিরোপা জেতে ভারত। আর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত দুটি আসরের একটিতেও শিরোপা উঠেছিল ভারতের হাতেই।