জয়ের লক্ষ্যই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

এশিয়া কাপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
এশিয়া কাপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এই ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগার পেসার তানজিম হাসান সাকিব।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের অ্যাপ্রোচ সবসময় জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও আমরা জয় পেয়েছি। তাই আত্মবিশ্বাস আছে। মাঠে নামব জয়ের লক্ষ্য নিয়েই। যেখানেই যাই, বাংলাদেশি সমর্থকরা পাশে থাকেন। আশা করি এবারও তারা আমাদের সাপোর্ট করবেন।
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে হারলেও, টেস্টে ড্র আর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা। সেই অভিজ্ঞতার ছাপও ফুটে উঠেছে সাকিবের কণ্ঠে, তিনি বলেন, আমরা জানি তারা কী করতে পারে। দলে ভালো কিছু ক্রিকেটার আছে। তাদের আটকানোই আমাদের মূল লক্ষ্য।
হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচে তার বোলিং ছিল প্রশংসনীয়। আবুধাবির উইকেট উপভোগ করার কথাও জানালেন এই তরুণ পেসার। তিনি বলেন, এখানকার পিচ দারুণ। এখানে বোলিং উপভোগ করেছি, সামনেও করব বলে আশা করি।
আরো পড়ুন : ‘শ্রীলংকাকে হারালেই এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ’
প্রিয় বোলার ডেল স্টেইনকে নিয়ে সাকিব বলেন, ছোটবেলা থেকে ডেল স্টেইনের খেলা দেখি। তার অ্যাগ্রেশন স্বাভাবিকভাবেই আসে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ন্যাচারাল।
বাংলাদেশ দলে বাড়তি স্পিন অপশন হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী। যদিও আগের ম্যাচে তাকে ব্যবহার করা হয়নি। এ বিষয়ে সাকিব বলেন,
৩ সিমার আর ২ স্পিনার সবাই ভালো করেছে। ক্যাপ্টেন মনে করেননি শামীমকে আনার প্রয়োজন। তবে যখন লাগবে, তখন তাকে কাজে লাগানো হবে।