×

ক্রিকেট

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি সত্যিকার অর্থে একটি বৈশ্বিক সংস্থা হয় এবং ভারতের ইচ্ছায় পরিচালিত না হয়, তাহলে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে। এ বিষয়ে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলেও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসি যদি মনে করে বাংলাদেশ তাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করবে, সমর্থকরা জার্সি পরতে পারবে না কিংবা খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেবে—তাহলে সেটি সম্পূর্ণ অবাস্তব প্রত্যাশা।

আসিফ নজরুল বলেন, ভারতে বর্তমানে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি ও বাংলাদেশবিরোধী মনোভাব বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাস ধরে চলমান ধারাবাহিক ক্যাম্পেইনের প্রেক্ষাপটে সেখানে গিয়ে ক্রিকেট খেলা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা এবং আইসিসির পাঠানো চিঠির মাধ্যমেই বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যমে তিনি দেখেছেন—পাকিস্তান নাকি বাংলাদেশের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি সত্য কি না তিনি নিশ্চিত নন, তবে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে খেলা হলে কোনো আপত্তি নেই বলেও জানান।

তিনি বলেন, যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপদভাবে খেলার পরিবেশ নেই, সেখানে উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড যখন কোনো খেলোয়াড়কে না খেলানোর কথা বলে, সেটিই আইসিসির সামনে সবচেয়ে বড় প্রমাণ। তার ভাষায়, এতে স্পষ্টভাবে বোঝা যায়—ভারতের কোনো স্থানেই বর্তমানে বাংলাদেশের জন্য নিরাপদ খেলার পরিবেশ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App