![]() |
মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এসময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত তিন জন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।