গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এএম

ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক ও গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেপ্তার দেখানো হয়।
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সূত্র জানায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। পরে গত ৫ আগস্ট তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক পদে যোগ দেন। এর পর তার বিরুদ্ধে ঢাকায় একটি পিটিশন মামলা হয়।
আরো পড়ুন : সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
বুধবার সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ জানান, ‘ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা তিনি জানাতে পারেননি। বর্তমানে আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।