ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

ছবি: সংগৃহীত
সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও ও কাওরানবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে। এমনকি ওই ঝটিকা মিছিলের একদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসি–ফ্রিজ শ্রমিকদের নিয়ে তিনি গোপন বৈঠকও করেন। এর আগেও আওয়ামী লীগের নানা কর্মসূচির আগে শ্রমিকদের অধিকার আদায়ের নামে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আসাদুজ্জামানের নির্দেশে দেলোয়ার শ্রমিকদের ঢাকায় জড়ো করেছিলেন। যা একাধিক গণমাধ্যমে উঠে এসেছে।
তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ সারাদিনে তেজগাঁও থানা পুলিশ দেলোয়ারসহ মোট ৮৮ জনকে আটক করেছে। দেলোয়ারের বিষয়ে মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
দেলোয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে আগে থেকেই। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের প্রায় সব আন্দোলনেই দমন–পীড়নের নেতৃত্ব দিয়েছেন তিনি। সহযোগী আলাউদ্দিন বাবুকে নিয়ে বিভিন্ন সময় হামলাও চালিয়েছেন। রামপুরা থানায় জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দুটি মামলায় তার নাম এসেছে।
পারিবারিকভাবেও দেলোয়ার রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা আবদুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় টেম্পু স্ট্যান্ডকে ঘিরে তার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ ছিল।
দেলোয়ার শ্রমিকলীগ নেতা শাহাবুদ্দিনের হাত ধরে ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেন। পরে এসি–ফ্রিজ সিন্ডিকেটে হয়ে ওঠেন প্রভাবশালী। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট পরিবেশ অধিদপ্তরকে ব্যবহার করে কোটি কোটি টাকা লুট করেছে। এমনকি জাতিসংঘের অনুদানের অর্থও আত্মসাৎ করেছে তারা।
নিম্নমানের কুলিং গ্যাস আমদানি করে বাজারে ছড়িয়ে দেয়ার পেছনেও এই সিন্ডিকেটের হাত রয়েছে। এতে দেশের নানা জায়গায় অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে সিন্ডিকেট, আন্দোলন দমন এবং রাজনৈতিক নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে।