×

ঢাকা

ব্যক্তিগত জমিতে হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী সিগমার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

ব্যক্তিগত জমিতে হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী সিগমার

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী, সমাজকর্মী, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা বলেছেন, এমপি হই বা না হই—হাওরবাসীর জন্য কাজ করাই আমার লক্ষ্য। তিনি বলেন, হাওর এলাকার সবচেয়ে বড় সংকট স্বাস্থ্যসেবা, তাই প্রয়োজন হলে নিজের জমিতেই হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেবেন।

গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন ও দেওঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণসংযোগে তিনি কুশল বিনিময়, করমর্দনসহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন।

রেহা কবির সিগমা বলেন, হাওর এলাকা খুবই দুর্গম। এখানে সুচিকিৎসার অভাব প্রকট। বিশেষ করে প্রসূতি মায়েদের সমস্যার কথা স্থানীয়দের কাছ থেকে জেনেছি। চিকিৎসার জন্য দূরে যেতে হয়, যা তাদের জন্য খুবই কষ্টকর। স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়—এটি সবার নাগরিক ও মৌলিক অধিকার।

জনগণের প্রতি তার অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেন, এমপি না হলেও জনগণের পাশে থাকবো। আমার নিজের একটি জায়গা আছে। আপনাদের সহযোগিতা পেলে সেই জমিতে হাসপাতাল নির্মাণ করতে চাই। হাওরবাসীরা নদী পাড়ি দিয়ে দূরে গিয়ে চিকিৎসা নেবে—এটা খুবই দুঃখজনক। শুধু ভোটের সময় ভোট চাইলে হবে না, সবসময় জনগণের পাশে থাকতে হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে হাসপাতাল স্থাপনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছেন। ব্যক্তিগত উদ্যোগে হোক বা সম্মিলিত প্রচেষ্টায়, হাওর এলাকায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা তার দৃঢ়। তিনি বলেন, প্রয়োজনে নিজের জায়গাও দান করতে প্রস্তুত। আমার পূর্বপুরুষেরাও মানুষের জন্য এভাবে কাজ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App