×

ঢালিউড

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪১ এএম

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়ই শিরোনামে থাকেন শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েও। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত নানা গুঞ্জন নিয়ে অকপটভাবে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণিকে প্রশ্ন করেন, এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? উত্তরে পরীমণি বলেন, না। তবে কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি খানিকটা রহস্য রেখে বলেন, জানি না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।

বিয়ের প্রসঙ্গে তিনি জানান, আমি একবার বিয়ে করেছি। সেটা শরীফুল রাজকে। অন্যদের ঘিরে নানা প্রশ্নে পরীমণি হাস্যরস মিশিয়ে বলেন, ওরা মনে হয় সৎস্বামী। যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি। তবে রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তিনি স্পষ্ট করেন, রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল না। আমার জীবনে কিছুই ভুল নয়। সবকিছুই একটা অভিজ্ঞতা।

অভিনয় ক্যারিয়ারের আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এ প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।

কতবার বিয়ে করতে চান, এমন প্রশ্নে পরীমণি হেসে বলেন, আমার আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। হয়তো সেখান থেকেই রিউমারটা ছড়িয়েছে। না হলে আমি কোনো দিনই এমনটা বলতাম না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

ঢাকা থেকে গ্রেপ্তার দাউদকান্দির সাবেক চেয়ারম্যান

ঢাকা থেকে গ্রেপ্তার দাউদকান্দির সাবেক চেয়ারম্যান

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App