×

বিনোদন

২০২৪-২৫ অর্থবছরে সরকারি অর্থায়ন পাচ্ছে ৩২টি ছবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:০৯ এএম

২০২৪-২৫ অর্থবছরে সরকারি অর্থায়ন পাচ্ছে ৩২টি ছবি

ছবি: সংগৃহীত

অন্যান্য বছরের মত এবারও চলচ্চিত্র নির্মাণে অনুদান দিচ্ছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পাচ্ছে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মোট ৩২টি সিনেমা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গেল সোমবার সরকারি অনুদানের ছবিগুলোর তালিকা চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র। বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিনটি ধাপে—প্রথমে চিত্রনাট্য যাচাই, এরপর অনুদান কমিটির মূল্যায়ন, এবং সর্বশেষ চূড়ান্ত নির্বাচন।

সূত্রের ভাষ্য মতে, এবারের অনুদানের জন্য সবচেয়ে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। পূর্ণদৈর্ঘ্য বিভাগে ১৮৯টি ও স্বল্পদৈর্ঘ্য বিভাগে ১৪০টি চলচ্চিত্রের চিত্রনাট্য জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে মোট ৩২টি চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত হয়েছে।

বর্তমানে চূড়ান্ত তালিকা তৈরি হলেও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের আগে নির্বাচিত ছবিগুলোর নাম প্রকাশ করা হয়নি।

চলতি অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য প্রতিটি চলচ্চিত্রকে ৭৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য প্রতিটি চলচ্চিত্রকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে অনুদানের জন্য সরকার বরাদ্দ রেখেছে ১৩ কোটি টাকা।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরে অনুদান পেয়েছিল ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেগুলোর মধ্যে ১৬টি ছবি পেয়েছিল ৭৫ লাখ এবং ৪টি পেয়েছিল ৫০ লাখ টাকা করে।

চলচ্চিত্র শিল্পের বিকাশ ও মানসম্মত নির্মাণে উৎসাহ দিতে প্রতিবছরই এই অনুদান দিয়ে থাকে সরকার। নতুন অর্থবছরে অনুদানপ্রাপ্ত ছবিগুলোর তালিকা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প

মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প

পেসারদের আগুনে শুরু, ব্যাকফুটে শ্রীলঙ্কা

পেসারদের আগুনে শুরু, ব্যাকফুটে শ্রীলঙ্কা

তানভীর ও ইমনের অভিষেক, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

তানভীর ও ইমনের অভিষেক, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

হরমুজ প্রণালীতে মাইন পেতেছিল ইরান!

হরমুজ প্রণালীতে মাইন পেতেছিল ইরান!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App