×

বিনোদন

আবারও প্রেমে পড়েছেন পরীমণি! নতুন প্রেমিক কে?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৮:৩২ পিএম

আবারও প্রেমে পড়েছেন পরীমণি! নতুন প্রেমিক কে?

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি: ছবি: সংগৃহীত

পরীমণিকে নিয়ে প্রেমের গুঞ্জন থামছেই না। কিছুদিন আগে গায়ক শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের সংবাদ শিরোনাম হয়। আদালতে চিত্রনায়িকার মামলার জামিনদার হিসেবে তাকে দেখা গেছে। পরে চাউর হয়, সেই সম্পর্ক ভেঙে গেছে।

কিন্তু গত ১০ আগস্ট পরিমণির ছেলেসন্তান পুণ্যর জন্মদিনে আবারও দেখা যায় সাদীকে। ঢাকার পাঁচতারকা হোটেলের সেই আয়োজনে তাকে দেখে অনেকে রীতিমতো চমকে যান। ফলে কানাঘুষা শুরু হয়-তাহলে কী ফের জোড়া লেগেছে তাদের সম্পর্ক? তবে এই প্রশ্নের উত্তরে কেউই মুখ খোলেননি।

চলতি মাসের অন্তিমলগ্নে নতুন করে রহস্য উসকে দিলেন পরীমণি। শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।

এরপর থেকেই ভক্তদের প্রশ্ন- ‘সে’ আসলে কে? কেউ মন্তব্য করেছেন, ‘পরবর্তী প্রেমিক কে?’ অনেকে মজা করে লিখেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’ আবার কেউ কষ্ট প্রকাশ করেছেন, ‘আমার ভালোবাসা, তোমাকে দেখলে বুকটা হাহাকার করে।’ কিন্তু এসবে কোনো প্রতিক্রিয়া নেই পরীমণির। যেন সবকিছু নিয়ে তিনি ভীষণ নির্লিপ্ত।


প্রেমে পড়া পরীমণির জন্য নতুন কিছু নয়। এ নিয়ে কোনো রাখঢাক রাখেন না তিনি। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হই-হুল্লোড়ে করতে পছন্দ করেন চিত্রনায়িকা।

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার সেটে নায়ক শরীফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীর। সেই থেকে শুরু হয় প্রেম। একপর্যায়ে বিয়ে করেন তারা। তাদের সংসারে আসে ছেলে পুণ্য। তবে সুখের সম্পর্ক টেকেনি বেশি দিন। প্রায় দেড় বছর আগে বিচ্ছেদ ঘটে এ দম্পতির। এখন সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত পরীমণি। রাজও নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত। তবে সন্তানের কারণে মাঝে মধ্যে দেখা হয় দুই তারকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App