×

ইউরোপ

ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেনস্কি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর বিনিময়ে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছে এ কথা বলেন জেলেনস্কি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে বৈঠকের উদ্দেশ্যে বার্লিনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট।

বার্লিনে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, ইউক্রেন ন্যাটো সদস্যপদের লক্ষ্য থেকে সরে আসার বিষয়ে প্রস্তুত রয়েছে। তবে এর পরিবর্তে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে দৃঢ় ও কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

কিয়েভের ভাষ্য অনুযায়ী, এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় ধরনের ছাড়। কারণ, দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্যপদকেই রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর সবচেয়ে শক্তিশালী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়ে আসছে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর অনুচ্ছেদ–৫–এর মতো নিরাপত্তা নিশ্চয়তা চাই। একই সঙ্গে ইউরোপীয় অংশীদার, কানাডা, জাপানসহ অন্যান্য দেশগুলোর কাছ থেকেও নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন। এসব নিশ্চয়তা ভবিষ্যতে আরেকটি রুশ আগ্রাসন প্রতিহত করতে সহায়ক হবে। এটি আমাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা।’

এদিকে শান্তি আলোচনা সংক্রান্ত বৈঠকে অংশ নিতে রোববার বার্লিনে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা নিয়ে তারা ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের দৌরাত্ম্য, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের দৌরাত্ম্য, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

এখনো ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

এখনো ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App