ঢাকায় হংস মাংসের প্রথম ফ্যামিলি ক্যাফে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:০৫ পিএম

ঢাকায় হংস মাংসের প্রথম ফ্যামিলি ক্যাফে
রাজধানীর খাবারপ্রেমীদের কাছে ইতোমধ্যেই জনপ্রিয় অনলাইন ফুড ব্র্যান্ড ‘হংস মাংস’ এবার চালু করেছে তাদের প্রথম ফ্যামিলি ক্যাফে। তিন বছর ধরে বাসায় রান্না করা হাঁসের মাংস ও চালের রুটির স্বাদ অনলাইনের মাধ্যমে রাজধানীবাসীর কাছে পৌঁছে দেওয়া এই ব্র্যান্ডটি এবার অফলাইনে নতুন অভিজ্ঞতা যোগ করল। গত ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার হাতিরঝিল সংলগ্ন মহানগর আবাসিক এলাকায় উদ্বোধন হয় হংস মাংস ক্যাফে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে ফ্যামিলি ক্যাফেটি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ক্যাফেতে আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে ২৪ জন অতিথির জন্য। পরিবার বা বন্ধুদের নিয়ে ছোট আয়োজন, জন্মদিন কিংবা প্রাতিষ্ঠানিক আলোচনার ছোট পরিসরের জন্য নির্ধারিত সময়ের বাইরে আগাম বুকিং সুবিধাও থাকছে।
হংস মাংসের ফ্যামিলি ক্যাফের দেয়ালজুড়ে শৈল্পিকতার ছোঁয়া
মেনুতে ঘরোয়া স্বাদ || প্রিমিয়াম উপস্থাপনা
শুরু থেকেই প্রতিষ্ঠানটি ঘরোয়া স্বাদের খাবার পরিবেশনে গুরুত্ব দিয়েছে। সেই ধারাবাহিকতায় হংস মাংস ক্যাফের মেনুতেও রয়েছে বাছাই করা আইটেম:
• দেশি হাঁসের মাংস
• বেইজিং হাঁস
• দেশি মুরগির মাংস
• গরুর মাংস
• চালের রুটি
• খিচুড়ি ও ভাত
• বিশেষ পেশোয়ারি বিফ ও পোলাও
প্রতিটি খাবার বাসায় রান্না করা হয় এই নীতি এখানেও অটুট রাখা হয়েছে। ক্যাফেতে ডাইন-ইন সুবিধার পাশাপাশি থাকছে টেক–অ্যাওয়ে ও হোম ডেলিভারি। সকাল বা দুপুরের ডেলিভারি পেতে পূর্বের মতোই ৬ ঘণ্টা আগে অর্ডার করতে হবে।
হংস মাংসের ফ্যামিলি ক্যাফেতে তারুণ্যের আড্ডা
অনলাইন থেকে অফলাইন || উদ্যোক্তা দম্পতির গল্প
‘হংস মাংস’ প্রতিষ্ঠার পেছনের গল্পটা একেবারেই উদ্যোগ-কেন্দ্রিক সাফল্যের উদাহরণ। উদ্যোক্তা লিজা আক্তার ও রবিউল ইসলাম বলেন, তিন বছর আগে আমরা মাত্র একটি স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম পরিষ্কার-পরিচ্ছন্ন, মানসম্পন্ন ও ঘরের রান্নার স্বাদ ধরে রেখে খাবার পৌঁছে দেওয়া। আজ সেই যাত্রার নতুন অধ্যায় শুরু হলো একটি নিজস্ব বসার জায়গা নিয়ে। আমাদের লক্ষ্য স্বাদ, মান ও সততায় কোনো আপস না করে একটি আন্তরিক পরিবারভিত্তিক ডাইনিং অভিজ্ঞতা দেওয়া।
তারা আরও জানান, যদি কোনো গ্রাহকের চাহিদা আমাদের মান বা সক্ষমতার বাইরে হয়, আমরা দ্বিধাহীনভাবে ‘না’ বলি। কিন্তু মানের সঙ্গে কোনো আপস করি না—এটাই আমাদের ব্র্যান্ড নীতি।
ব্র্যান্ড ভিশন
উদ্যোক্তাদের লক্ষ্য ঢাকায় যারা হাঁসের মাংস, চালের রুটি এবং ঘরোয়া প্রিমিয়াম খাবার ভালোবাসেন, তাদের জন্য বিশ্বস্ত ও প্রিয় ঠিকানা হয়ে উঠবে হংস মাংস। তাদের ভাষায়, আমাদের কাছে ক্রেতারা শুধু গ্রাহক নন, তারা আমাদের অতিথি, আমাদের পরিবার।
ঠিকানা ও যোগাযোগ
হংস মাংস ক্যাফে
বাসা ৩১, রোড ১, ব্লক বি, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল, ঢাকা
যোগাযোগ: ০১৩৩৩৪৩৩৪৪০২
ওয়েবসাইট: https://hongsomangso.com/
ফেসবুক: https://www.facebook.com/hongsomangso