পূজামণ্ডপে কড়া নিরাপত্তা, শান্তিপূর্ণ উদযাপনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পূজামণ্ডপগুলো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে এবং আনসার সদস্যদের পাশাপাশি সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে বিজিবির দায়িত্ব থাকবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পূজা উপলক্ষে প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা উপলক্ষে মণ্ডপের আশেপাশে মেলা বসবে না। ঢাকায় প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা মেনে লাইনে দাঁড়িয়ে বিসর্জন দিতে হবে।
আরো পড়ুন : রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবার আরো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আয়োজকরা আমাদের আশ্বাস দিয়েছেন যে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা রক্ষায় তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন, মণ্ডপ নিরাপত্তায় দিনে তিনজন ও রাতে চারজন করে সদস্য দায়িত্বে থাকবেন। পাশাপাশি, দ্রুত ব্যবস্থা নিতে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। কোনো ঘটনা ঘটলে এ অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা যাবে এবং ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হবে।