×

সরকার

ওএসডির ৬ মাস পর পরিচালকের দায়িত্ব পেলেন ডা. সাইফুল ইসলাম!

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

ওএসডির ৬ মাস পর পরিচালকের দায়িত্ব পেলেন ডা. সাইফুল ইসলাম!

সাবেক সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও প্রাইভেট ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত থাকাসহ নানা অভিযোগে বিতর্কিত সাবেক সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। অথচ অভিযোগ রয়েছে চলতি বছরের ৩ মার্চ কিশোরগঞ্জের সিভিল সার্জন থাকাবস্থায় তাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছিল। একই ব্যক্তিকে কিশোরগঞ্জের সর্ববৃহৎ স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে, যা স্থানীয় ব্যক্তিদের কাছে রহস্যজনক ও ক্ষোভের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি হওয়া কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত করা হয়। প্রজ্ঞাপন প্রকাশের পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়োগকে ঘিরে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যে ব্যক্তিকে দুর্নীতি ও অনিয়মের দায়ে ওএসডি করা হয়েছিল, তাকে আবার কিসের জোরে এত বড় দায়িত্বে বসানো হলো?

ডা. সাইফুল ইসলাম কিশোরগঞ্জের সিভিল সার্জন থাকার সময় শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের সঙ্গে যোগসাজশ করে স্বাস্থ্যসেবাকে বাণিজ্যে পরিণত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অনুমোদনবিহীন ক্লিনিক চালু রাখা, লাইসেন্স নবায়নে অবৈধ লেনদেন, চিকিৎসা সেবায় অনিয়মসহ নানা অভিযোগ সেসময়ও উঠেছিল। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক ডা. সাইফুল ইসলামের যোগদানকে কেন্দ্র করে পুরোনো সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। গতকাল তার দায়িত্ব গ্রহণের পরপরই স্থানীয় ব্যক্তিরা হাসপাতালের ভেতর থেকে একদল দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে অবস্থিত ‘মেডিকো’ নামে একটি প্রাইভেট ক্লিনিকের সঙ্গে সম্পৃক্ত ওই দালাল চক্র রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় স্থানীয় ব্যক্তিরা বাধা দিলে দালালরা নিজেদের হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. সাইফুল ইসলামের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।

এ বিষয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবিন্দ্রনাথ চৌধুরী বলেন, যার বিরুদ্ধে অভিযোগ, সে যেই হোক আবারও তাকে একই এলাকায় দায়িত্ব উচিত না।

জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি স্বপন কুমার বর্মন বলেন, আমরা সবসময় এসব বিষয়ে তৎপর থাকি। স্বাস্থ্যখাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অতীতে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে আবারও দায়িত্ব দেয়া মোটেই কাম্য নয়। আমরা সবসময়ই সেবাগ্রহীতা ও সেবাদাতাদের সচেতন করার চেষ্টা করি, কীভাবে সঠিকভাবে সেবা পাওয়া যায় এবং কীভাবে দায়িত্বশীলভাবে সেই সেবা দেয়া উচিত।

গণঅধিকার পরিষদের উচ্চরত পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, পতিত স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত ছিলেন ডা. সাইফুল ইসলাম। সেসময় তাকে ওএসডি করা হয়েছিল। অথচ সেই একই ব্যক্তিকে পুনরায় মেডিকেল কলেজের উপপরিচালক হিসেবে নিয়োগ দেয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানীর শামিল।

কিশোরগঞ্জে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি আওয়ামীপন্থী একটি চক্রকে নিয়ে ব্যাপক লুটপাট ও অনিয়মে জড়িয়ে পড়েছিলেন। এখন আবার তাকে কিশোরগঞ্জে পদায়নের মধ্য দিয়ে সেই দুর্নীতিবাজ গোষ্ঠী নতুন করে সক্রিয় হয়ে স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি বাড়াবে, এমন আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে বিতর্কিত ও অভিযোগে জর্জরিত একজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে আরও বঞ্চিত হবে। কিশোরগঞ্জের মানুষ চায় যোগ্য, সৎ ও নিরপেক্ষ নেতৃত্ব যেখানে দুর্নীতিগ্রস্তদের কোনো স্থান নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সন্ধান মিলেছে

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সন্ধান মিলেছে

এশিয়া কাপে নামার আগে সুখবর পেলেন লিটন-মুস্তাফিজরা

এশিয়া কাপে নামার আগে সুখবর পেলেন লিটন-মুস্তাফিজরা

নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরতে পারবেন

আশ্বস্ত করলেন পররাষ্ট্র উপদেষ্টা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরতে পারবেন

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচনে জিতেছে শিবির: মির্জা আব্বাস

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচনে জিতেছে শিবির: মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App