×

সরকার

প্রবাসীদের দেশের পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ এএম

প্রবাসীদের দেশের পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে জুলাইয়ের বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুহুর্মুহু করতালি আর স্লোগানে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান প্রবাসীরা। ড. ইউনূসও হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করেন। বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন এক বছর আগে কী পরিস্থিতিতে সরকার গঠন করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে।

আরো পড়ুন : বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করে তিনি বলেন, রেমিট্যান্সে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনে তাদের অবদান রয়েছে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ আরো অনেকে। তারা সবাইকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।

প্যানেল আলোচনায় প্রবাসী বিএনপি নেতা হুমায়ূন কবীর, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডা. নাকিবুর রহমান ও এনসিপি নেতা ডা. তাসনিম জারা আবেগঘন বক্তব্য রাখেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য দেন। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমানবন্দরে রাজনীতিকদের ওপর হামলার ঘটনায় ওয়াশিংটন দূতাবাস কিংবা নিউইয়র্ক কনস্যুলেটের কারও ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে ১১ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা। সফরের অষ্টম দিনে প্রবাসীদের নিয়ে এ অনুষ্ঠান করেন তিনি। ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো নিউইয়র্ক সফরে গেলেও এটাই ছিল প্রথমবার যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ। প্রবাসীরা সবসময় দেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ

খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ

আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধন

আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধন

গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে জনজীবন

গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App