×

ভারত

ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা

রাশিয়া নয়, ভারতের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

রাশিয়া নয়, ভারতের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ছিল লজ্জাজনক।

নাভারো বলেন, শি জিনপিং ও পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠতা দেখা সত্যিই লজ্জাজনক। আমি নিশ্চিত নই, তিনি কী ভাবছেন। তবে আমরা আশা করি, তিনি বুঝতে পারবেন যে রাশিয়ার সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা উচিত।

মোদির এসসিও সম্মেলনে অংশগ্রহণ এবং পুতিন-শি’র সঙ্গে বৈঠকের একদিন পরই এ মন্তব্য করেন মার্কিন এই উপদেষ্টা। খবর এনডিটিভির।

এর আগে ভারতকে শুল্কের মহারাজা বলে অভিহিত করেছিলেন নাভারো। তার অভিযোগ, নয়াদিল্লি বিশ্বে অন্যতম শুল্কপ্রধান অর্থনীতি এবং দেশটি তা স্বীকার করতেও চায় না। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী সমস্যা রয়েছে, ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক অন্যায্য বাণিজ্যের কারণে, আর বাকি ২৫ শতাংশের কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে।

আরো পড়ুন : মিয়ানমারের নির্বাচনে সহযোগিতার আশ্বাস মোদির

এদিকে, পুতিন-শি-মোদির বৈঠকের পর ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পক্ষে মত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আবারও অভিযোগ করেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একতরফা এবং দেশটি রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কিনে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য তার মতো করে খুব কম লোকই বোঝে। তিনি লেখেন, তারা (ভারত) আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, আমাদের দেশে বিপুল পণ্য বিক্রি করে। কিন্তু আমরা ভারতে খুব সামান্যই বিক্রি করি। এখন পর্যন্ত এটি পুরোপুরি একতরফা সম্পর্ক।

ভারতকে ‘শুল্ক অপব্যবহারকারী’ হিসেবেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়লো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়লো

জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুতে যা বললেন শাহেদুল আজম

জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুতে যা বললেন শাহেদুল আজম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App