×

ভারত

২ দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারত যাচ্ছেন পুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

২ দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারত যাচ্ছেন পুতিন

ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে আসছেন। সফরটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন।

সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সাংস্কৃতিক এবং মানবিক খাতে সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করবে। পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠে আসবে। খবর এনডিটিভির।

সফরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে পুতিনকে স্বাগত জানাবেন। সেখানে দুই নেতার মধ্যে একান্তে অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এ সময় প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। এরপর দুই দেশের মধ্যে সীমিত ও বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক এবং পুতিনের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা। এছাড়া তিনি ‘রাশিয়া–ইন্ডিয়া বিজনেস ফোরাম’-এ যোগ দেবেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানাবেন।

দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দশটি আন্তঃসরকারি নথি এবং ১৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দিল্লি–মস্কো এই গুরুত্বপূর্ণ সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের জন্য চাপ দেওয়ার কয়েক মাস পরেই পুতিনের এই সফর হচ্ছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই পুতিনের এই ভারত সফর অনুষ্ঠিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসার সময় এসেছে

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসার সময় এসেছে

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

সরকারের শেষ সময়ে দাবির হিড়িক

সরকারের শেষ সময়ে দাবির হিড়িক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App