×

জাতীয় পার্টি

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির

গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির লোাগো। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি তুলেছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি ঘোষণা করে, তারা রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী সংগঠন বলে তার অভিযোগ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, আজ জাতীয় পার্টির কার্যালয়ে গণঅধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে সরাসরি জড়িত। এর দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না।

তিনি বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, গণঅধিকার পরিষদকে আরপিও (রেজিস্টেশন অব দ্য পিপল অর্ডার) এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হোক।

আরো পড়ুন : জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ

জাপার মহাসচিবের ভাষ্য, রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে, তাহলে এই সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ হামলার দায় সরকার এড়াতে পারে না।

এ সময় তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলে, তাদেরকেই হুমকি দেওয়া হচ্ছে। অথচ যারা মব তৈরি করে সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমাদের পার্টি অফিসে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নুরাল পাগলা’র দরবারে হামলা: ৩৫০০ জনকে আসামি করে মামলা

‘নুরাল পাগলা’র দরবারে হামলা: ৩৫০০ জনকে আসামি করে মামলা

জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদি

জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদি

ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

গোল করলেই মৃত্যুর খবর, রামসিকে ঘিরে ফের তোলপাড়

গোল করলেই মৃত্যুর খবর, রামসিকে ঘিরে ফের তোলপাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App