নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাসসহ ২৯ জন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
এক যুগ আগে দায়ের হওয়া রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ মোট ২৯ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে দায়মুক্ত ঘোষণা করেন। শুনানির সময় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।
আরো পড়ুন : আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আজ মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করা হলে আদালত এ বিষয়ে শুনানি শেষে মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সে সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয় এবং আওয়ামী লীগ নেতাকর্মীরাও এতে জড়িয়ে পড়েন। ঘটনার পর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক আশফাক রাজীব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
আদালতের রায়ের মাধ্যমে দীর্ঘদিনের এ মামলা থেকে বিএনপির শীর্ষস্থানীয় ২৯ নেতা-কর্মী অব্যাহতি পেলেন।