×

লাইফ স্টাইল

৪১ বছরেও মুখে বলিরেখা নেই, কী দিয়ে রূপচর্চা করেন ক্যাটরিনা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১১:১৭ পিএম

৪১ বছরেও মুখে বলিরেখা নেই, কী দিয়ে রূপচর্চা করেন ক্যাটরিনা?

ছবি: সংগৃহীত

বয়স ৪১ ছুঁয়েছে অনেক আগেই, তবু ক্যাটরিনা কাইফের মুখে নেই কোনো বলিরেখা। উল্টো দেখলে মনে হয় যেন এখনও ২৫-এর তরুণী। গ্ল্যামার আর গ্লোয়িং ত্বকে বলিউড কাঁপানো এই অভিনেত্রীর রূপ নিয়ে চর্চা সবসময়ই ছিল তুঙ্গে।

ক্যাটরিনার নিজের একটি মেকআপ ব্র্যান্ড থাকলেও ত্বকের যত্নে তিনি ভরসা রাখেন ঘরোয়া টোটকার ওপর। তার সৌন্দর্যের অন্যতম গোপন রহস্য হলো—ওটস আর মধু দিয়ে তৈরি একটি ফেসপ্যাক।

ওটস-মধুর ফেসপ্যাক কেন এত কার্যকরী?

ওটস

এতে রয়েছে বিটা-গ্লুকান নামক ফাইবার, যা ত্বককে এক্সফোলিয়েট করে ও নরম করে তোলে। ওটস ত্বক থেকে বাড়তি তেল সরায়, প্রদাহ কমায় এবং ত্বককে মসৃণ রাখে।

মধু

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। এই দুটি উপাদান মিলে তৈরি হয় অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্পন্ন একটি ফেসপ্যাক, যা ত্বককে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং ব্রণ ও সংবেদনশীল ত্বকে দারুণ কার্যকর।

যা লাগবে

• ওটসের গুঁড়ো – ২ চামচ

• মধু – ১ চামচ

• গোলাপজল – ১ চামচ

প্রস্তুত প্রণালী ও ব্যবহার

১. সব উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

২. মুখ ভালোভাবে ক্লিনজার দিয়ে ধুয়ে নিন।

৩. ফেসপ্যাকটি মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন।

৪. হালকা উষ্ঞ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫. শেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করলেই ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। ঘরোয়া যত্নে বলিউড ডিভা ক্যাটরিনার ত্বক এতটা প্রাণবন্ত—এখন সেটা বোঝা যাচ্ছে সহজেই। আপনি চাইলে এই ঘরোয়া ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করে নিজের ত্বকেও পেতে পারেন একইরকম গ্লো!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App