×

মধ্যপ্রাচ্য

আরো দুই ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম

আরো দুই ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল

ইসরায়েলি হামলায় নিহত দুই ফিলিস্তিনি সাংবাদিক। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। 

স্থানীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ফাদি খলিফা দক্ষিণ-পূর্ব গাজা শহরের আল-জাইতুন এলাকায় নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় এক ইসরায়েলি হামলায় নিহত হন। এই হামলায় তার সঙ্গে আরো অন্তত একজন নিহত হয়েছেন।

এছাড়া অন্য একটি ভিন্ন হামলায়, ফটোসাংবাদিক হুসাম সালেহ আল-আদলুনি তার স্ত্রী সুয়াদ এবং তিন সন্তানসহ নিহত হন। 

খান ইউনিসের উত্তরাঞ্চলীয় আল-কারারা এলাকায় তাদের তাবুতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গৃহহারা হয়ে পরিবারটি সেখানে আশ্রয় নিয়েছিল।

আরো পড়ুন : ইসরায়েলের বিরুদ্ধে ২০ দেশের জরুরি সম্মেলন

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এতে সাংবাদিকদের ওপর ইসরায়েলের ‘ভয়াবহ সহিংসতার’ রেকর্ড আরো দীর্ঘ হলো।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩১-এ পৌঁছেছে বলে অফিসিয়াল হিসেবে জানানো হয়েছে। 

তবে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, এ সংখ্যা ১৭৮, যাদের মধ্যে ১৭৬ জন ফিলিস্তিনি এবং ২ জন ইসরায়েলি সাংবাদিক রয়েছেন।

এদিকে, চিকিৎসা সূত্র জানিয়েছে, রোববার গাজাজুড়ে অন্তত ৯২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫২ জন কেন্দ্র ও দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের

যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা

১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা

প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছি না: আলী রীয়াজ

প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছি না: আলী রীয়াজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App